Saturday, December 7, 2024

৭৭৮ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল সাবেক এমপি ও প্রভাবশালীদের। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24

৭৭৮ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল সাবেক এমপি ও প্রভাবশালীদের:

প্রকাশ: ০৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০


জুলাই-আগস্টের আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র, অবৈধ ও লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় সারা দেশের ৭৭৮টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। এসব অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্যসহ প্রভাবশালীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, লাইসেন্স বাতিল হওয়া অস্ত্রগুলো এখন অবৈধ। এসব অস্ত্রের বেশির ভাগই ঢাকা, চট্টগ্রাম ও পাবনা জেলার।

ঢাকা জেলায় সবচেয়ে বেশি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে। এ ছাড়া পাবনায় ১৪১, চট্টগ্রামে ৭৩, যশোরে ৬৬, সিলেটে ৬৩ ও কক্সবাজারে ৩৮টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। যারা অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে।

আবার আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালায় বলা হয়েছে, লাইসেন্সকৃত অস্ত্র শুধু আত্মরক্ষায় বহন ও ব্যবহার করা যাবে।

ভয়ভীতি বা বিরক্তি তৈরি হতে পারে এমন ক্ষেত্রে প্রদর্শন করা যাবে না। অন্যথায় তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিল হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে সারা দেশে ১৯ হাজার ৫৯৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার আসার পর এসব অস্ত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয় গত ৩ সেপ্টেম্বর।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ৭৭৮টি অস্ত্র জমা দেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব অস্ত্রের লাইসেন্সধারীদের অনেকে আত্মগোপনে রয়েছেন। তাদের অনেকের নামে বিভিন্ন স্থানে মামলাও আছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের কাছে রয়েছে এসব অস্ত্রের আটটি। অস্ত্র জমা না দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, ছেলে ইমতিনান ওসমান অয়ন ও শ্যালক তানভীর আহম্মেদ।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, শামীম পরিবারসহ এ জেলায় ২৬টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যাদের অস্ত্র ফেরত দিলে পরিস্থিতির অবনতি ঘটার কোনো আশঙ্কা নেই কিংবা ক্ষতিকর কিছু হবে না, তাদের অস্ত্র ফেরত দেওয়া হবে।

সূত্র: কালের কণ্ঠ 

No comments:

Post a Comment

ইসলামি দুই এনজিওর হাজার কোটি টাকা লুট মনিরুলের। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 ইসলামি দুই এনজিওর হাজার কোটি টাকা লুট মনিরুলের: প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮: ৪৪ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে ভা...