Saturday, December 7, 2024

অবৈধ অস্ত্রে বেপরোয়া সন্ত্রাসীরা। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24

অবৈধ অস্ত্রে বেপরোয়া সন্ত্রাসীরা:

প্রকাশ: ০৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০

লুট হওয়া ও অবৈধ অস্ত্রে সন্ত্রাসীরা যেকোনোভাবে বেপরোয়া হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। অতিসম্প্রতি দুজন দাগি সন্ত্রাসী পুলিশের দিকে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার পর থেকে প্রশাসন নড়েচড়ে বসেছে। তারা লুট হওয়া অস্ত্র উদ্ধারে চলমান অভিযানকে আরো জোরদার করার পাশাপাশি জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের দিকেও নজরদারি বাড়িয়েছে।

অতিসম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীপুর এক্সপ্রেসওয়েতে সাহিদা ইসলাম নামের এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার প্রেমিক তৌহিদ তন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত ৫ আগস্ট রাজধানীর ওয়ারী থানা থেকে লুট করা অস্ত্রে সে ওই নারীকে হত্যা করে।

জানা গেছে, বর্তমানে সামাজিক সভা-সমাবেশকে কেন্দ্র করেও অবৈধ অস্ত্রধারীদের তৎপরতা বেড়েছে। এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে রয়েছে সরকার।

পুলিশ সদর দপ্তর সূত্র বলেছে, ৫ আগস্ট পূর্বাপর দেশের বিভিন্ন থানা-ফাঁড়িতে হামলা ও লুট করা হয় পাঁচ হাজার ৭৫০টি অস্ত্র। গোলাবারুদ লুট হয়েছে ছয় লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড। এ পর্যন্ত যৌথ অভিযানে চার হাজার ৩৩১টি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে এখনো লুট হওয়া এক হাজার ৪১৯ আগ্নেয়াস্ত্র এবং দুই লাখ ৬৩ হাজার ১৫৩ রাউন্ড গুলির নেই খোঁজ।

এ ছাড়া ৫ আগস্ট গণভবন থেকে এসএসএফের বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র খোয়া যায়। এসব অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। একই সঙ্গে জেল পালানো দাগি অন্তত ৭০০ আসামি এখনো ‘নিখোঁজ’। এর মধ্যে রয়েছে জঙ্গি, ফাঁসির দণ্ড পাওয়া, শীর্ষ সন্ত্রাসীর মতো অতিঝুঁকিপূর্ণ ৭০ আসামি। অন্যদিকে কারাগার থেকে এখন পর্যন্ত জঙ্গি মামলায় ১৭৪ আসামি জামিনে মুক্তি পেয়েছে।

১১ শীর্ষ সন্ত্রাসীও মুক্তি পায়।

গোয়েন্দাদের ধারণা, এসএসএফের লুট হওয়া মারাত্মক ৩২টি অস্ত্র চলে যেতে পারে সন্ত্রাসী বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্য ও রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে। লুট হওয়া অস্ত্র দিয়ে রাজধানীর মোহাম্মদপুরে একাধিক খুনের ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘মোহাম্মদপুর এলাকা থেকে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি। ৫ আগস্টের পর যারা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেছিল সেগুলো উদ্ধার করা হয়েছে।’ এসএসএফের অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্রগুলো বলছে, লুট হওয়া অস্ত্র-গুলির হদিস না পাওয়া আর এত সংখ্যক আসামি ধরতে না পারায় জনমনে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। তবে ঢাকা মহানগর পুলিশ সূত্র বলছে, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে পরিত্যক্ত অবস্থায় অন্তত ৪১টির মতো অস্ত্র উদ্ধার হয়েছে।

গত ২৮ নভেম্বর বিকেলে বনানীর সেনা অফিসার্স মেসে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান, ১৩ নভেম্বর থেকে অদ্যাবধি (দুই সপ্তাহ) সেনাবাহিনী মোট ২৪টি অবৈধ অস্ত্র এবং ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো তৎপর হতে হবে। বেহাত হওয়া অস্ত্র ভবিষ্যতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর কালের কণ্ঠকে বলেন, লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে। সেই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরতেও অভিযান চলছে।

মানবাধিকারকর্মী ও অপরাধ বিশ্লেষক নুর খান লিটন বলেন, সামাজিক সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এর বিকল্প নেই।

সূত্র: কালের কণ্ঠ 

No comments:

Post a Comment

এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক: প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮: ২৭ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে ২০০৯ ...