Monday, October 21, 2024

রাষ্ট্রপতি তার বক্তব্যে অটল থাকলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে: আসিফ নজরুল

রাষ্ট্রপতি তার বক্তব্যে অটল থাকলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে: আসিফ নজরুল

প্রকাশঃ ২১ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

 

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া রাষ্ট্রপতি তার এ বক্তব্যে অটল থাকলে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন আইন উপদেষ্টা।

রাষ্ট্রপতির পদে মো. সাহাবুদ্দিনের থাকা নিয়ে প্রশ্ন তুলে আসিফ নজরুল বলেন, ‘তার (মো. সাহাবুদ্দিন) এই পদে থাকার যোগ্যতা আছে কি না, এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্প্রতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

আলাপকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। তিনি আরও বলেন, ‘আমিও খুঁজছি (হাসিনার পদত্যাগপত্র), তিনি হয়তো সময় পাননি।’

কথোপকথনটি গতকাল রবিবার পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয়েছে। এরপরই শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নতুন করে সামনে এসেছে। যদিও শেখ হাসিনার পতনের পর দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলেও তখন জানান রাষ্ট্রপতি।

সূত্রঃ আমাদের সময়

No comments:

Post a Comment

চিকিৎসকের যৌন নির্যাতনের শিকার ২৯৯ নারী-কিশোরী। (BDC CRIME NEWS24

BDC CRIME NEWS24 চিকিৎসকের যৌন নির্যাতনের শিকার ২৯৯ নারী-কিশোরী: প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:৩৯  ফ্রান্সে সাবেক এক সার্জনের বিরুদ্ধে ২৯৯ রোগীক...