BANGLADESH PRIVATE EMPLOYEES WELFARE SOCIETY (BPEWS) এর আত্মপ্রকাশ। সকল বেসরকারি প্রতিষ্ঠানের সকল চাকরিজীবীদের এক অভিভাবক সংগঠন।
প্রিয় বন্ধুগণ আস্সালামুআলাইকুম। "বাংলাদেশ বেসরকারি চাকরিজীবী কল্যাণ সমিতি" BANGLADESH PRIVATE EMPLOYEES WELFARE SOCIETY (BPEWS) একটি অরাজনৈতিক জনকল্যাণমূলক সংগঠন।
সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে বৃহত্তম কাজের দিকে অগ্রসর হচ্ছে। সংগঠনটির পরিচিতি লাভের জন্যে Linkedin, Whatsapp, Facebook ও Telegram এ সমিতির নামে গ্ৰুপ খোলা হয়েছে। এই সব গ্রুপে এখন হাজার হাজার সদস্য।
গ্রুপগুলোতে অনেকেই স্বপ্রনোদিত হয়ে জব পোস্ট করছেন এবং অনেকেই উপকৃত হচ্ছেন।
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, চাকরিজীবীদের কল্যানার্থে সকল প্রকার কাজ করা, কর্মস্থলে কোনো নারী যৌন হয়রানীর শিকার হলে তার কড়াকড়িভাবে ব্যবস্থা নেয়া (ইতিমধ্যে অনেকের এসব কাজে সহযোগিতা করা হয়েছে এবং হচ্ছে ), নতুন ও পুরাতন চাকরি প্রত্যাশীদের জবের ব্যবস্থা করা ইত্যাদি।
বর্তমানে সরকারিভাবে অনুমোদন নেয়ার জন্যে কাজ করা হচ্ছে। এতোমধ্যে আমরা সরকার থেকে নামের ছাড়পত্র পেয়েছি। এখন বাকি কাজ দ্রুত এগিয়ে চলছে।
অনুমোদন পাওয়ার পর সাড়া বাংলাদেশের সকল বেসরকারি প্রতিষ্ঠানকে আমাদের তালিকায় আনা হবে। তাদেরকে আমরা অনুরোধ করবো আমাদের সদস্যভুক্ত লোকদের মধ্য থেকে যেনো চাকরি দেয়ার ব্যবস্থা করা হয়।
আমাদের সদস্যভুক্ত লোকজনের যদি প্রশিক্ষণের অভাব থাকে সে ক্ষেত্রে আমরা উন্নতমানের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করবো। এ জন্যে BPEWS নামে Training Institute গঠন করা হবে।
বর্তমানে প্রায় সকল বেসরকারি প্রতিষ্ঠানে সকলেই বিভিন্ন প্রকার সুবিধা থেকে বঞ্চিত। আমরা এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবো। নিঃসন্দেহে আমাদের এই উদ্যোগ খুবই মহৎ। আপনাদের সাড়া পেয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এতোমধ্যে সেন্ট্রাল কমিটি গঠন করা হয়েছে। কিছুদিন পর বিভাগীয় কমিটি গঠন করা হবে।
BPEWSই হবে বেসরকারি পর্যায়ের একটি বৃহত্তম সংগঠন। কারখানা/প্রতিষ্ঠান ভিত্তিক, এলাকা ভিত্তিক কিংবা পেশার ধরণ অনুযায়ী বিভিন্ন নামে সমিতি/সংগঠন থাকতে পারে কিন্তু সামষ্টিকভাবে সকল বেসরকারি পেশাজীবীদের নিয়ে একক কোনো সংগঠন নেই। আমরাই সকলকে একই প্লাটফর্মে আনতে এই মহতী উদ্যোগ হাতে নিয়েছি। এজন্যে আমরা অনেকদিন ধরে অনেক ধৈর্যের সাথে কাজ করে যাচ্ছি।
আপনারা পাশে থাকলে আমরা দ্রুত কাজগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ।
যারা নিজের ভবিষ্যত পাকাপোক্ত করতে, মাথার উপর একদল অভিভাবক তৈরী করতে ও অন্যের উপকার করতে চান তারা আমাদের সাথে থাকুন। সংযুক্ত হোন আমাদের সকল সোশ্যাল গ্রুপগুলোতে।
(১) ১নং Whatsapp Group Link :
https://chat.whatsapp.com/BQD4qymHheJ1J1CWsEYKLK
(২) ২নং Whatsapp Group Link :
https://chat.whatsapp.com/CzSlcNIbeGNK2XlAB3cs1M
(৩) Telegram গ্রুপ লিংক:
https://t.me/+Wu_tmSToDAI0NTdl
(৪) ফেইসবুক পেজ লিংক :
https://www.facebook.com/profile.php?id=100063484451840
(৫) Linkedin লিংক :
https://www.linkedin.com/in/md-izabul-alam-76781233b?utm_source=share&utm_campaign=share_via&utm_content=profile&utm_medium=android_app
(৬) Linkedin Group Link:
https://www.linkedin.com/groups/13128258
মনে রাখবেন ঐক্যবদ্ধ ছাড়া কোনো কাজে সফলতা আসবে না।
ধন্যবাদান্তে
সাধারণ সেক্রেটারি
BPEWS
01716508708
(বি:দ্র: আমাদের সদস্যভুক্ত হতে চাইলে হোয়াটস্যাপ এ নক করুন, 01534143644, যারা সদস্যভুক্ত হতে চান তারা ঐ হোয়াটস্যাপ এ আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান কর্মস্থলের ঠিকানা দিয়ে রাখুন আমরা সদস্যভুক্ত করে নিবো)। সদস্য হলে পরবর্তীতে এই গুগল শিটটি পূরণ করবেন।
https://docs.google.com/spreadsheets/d/1QMBKuyh6PU4dCLhlgynCfvE9MVPXczgmheT6VuXOfsM/edit?usp=drivesdk


No comments:
Post a Comment