Thursday, December 19, 2024

নিজাম হাজারীর ৮২ ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24

নিজাম হাজারীর ৮২ ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন:

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৫

জ্ঞাত আয়-বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ৫০৪ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। আজ বুধবার তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সাংবাদিকদের জানান, আজ বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) মোহাং নূরুল হুদা মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। ওই অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তার নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিজাম হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ৫০৪ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এরমধ্যে তিনি জমা করেছেন ২৮০ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৯১৪ টাকা এবং উত্তোলন করেছেন ২৬৮ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ৫৯০ টাকা।

তার ব্যাংক হিসাবে বর্তমানে ১২ কোটি ৬১ লাখ ১ হাজার ৬৪৯ টাকা জমা রয়েছে।

সূত্র : বাসস

No comments:

Post a Comment

এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক: প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮: ২৭ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে ২০০৯ ...