Thursday, December 19, 2024

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : যা বলছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : যা বলছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো:

প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪ ১৯:৫৯

শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যা নিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে শিরোনাম হচ্ছেন তিনি।

জানা যায়, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিপুল এই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রয়েছে ৫৯ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘লেবার এমপি ফেসেস বিয়িং কট আপ ইন বাংলাদেশি এমবেজেলমেন্ট ইনভেস্টিগেশন।’ অর্থাৎ বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে ধরা পড়তে পারেন লেবার এমপি। 

দ্য ডেইলি মেইলের আরেক প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘কিয়ার স্টারমার’স করাপশন মিনিস্টার অ্যান্ড হার ফ্যামিলি আর প্রোবড ওভার ক্লেইমস দে টুক ৪ বিলিয়ন ইন ব্রাইবস ফর পুতিন-ফান্ডেড পাওয়ার প্ল্যান্ট।’ অর্থাৎ পুতিনের অর্থায়নে নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের অধীন কিয়ার স্টারমারের দুর্নীতি-বিষয়ক মন্ত্রী ও তার পরিবার।

বিবিসির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘মিনিস্টার নেমড ইন বাংলাদেশ করাপশন প্রোব’–অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির তদন্তে মন্ত্রীর নাম। 

যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার কাঁধে ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব। তবে ২০১৩ সালে রাশিয়ার সাথে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে তিনি মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে বিবিসিসহ অন্যান্য ব্রিটিশ সংবাদমাধ্যম টিউলিপের মন্তব্য জানতে তার সাথে যোগাযোগ করলেও তাতে সাড়া দেননি তিনি।

সূত্র: কালের কণ্ঠ 

No comments:

Post a Comment

ধর্ষণ থামছে না, ফেব্রুয়ারিতে দিনে গড়ে ১২টি মামলা। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 ধর্ষণ থামছে না, ফেব্রুয়ারিতে দিনে গড়ে ১২টি মামলা: (নারী ও শিশু নির্যাতনের মামলা: ২০২৪: জানুয়ারি–জুলাই ১০,৭০৪টি, ২০২৪: আগস্ট...