Friday, November 29, 2024

ইসকনের বিরুদ্ধে সোচ্চার হিন্দু সম্প্রদায়। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24

ইসকনের বিরুদ্ধে সোচ্চার হিন্দু সম্প্রদায়:

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৪ এএম

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সোচ্চার হয়ে উঠেছে। বাংলাদেশের মতো ভারতেও ইসকনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এবং ইউটিউবার ইসকনের অপকান্ড তুলে ধরছে। হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকজন নেতা বলছেন, ইসকন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী প্রচার করছে। শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিভাবে দেউলিয়া আওয়ামী লীগ নেতারা বাংলাদেশবিরোধী দিল্লির নীল-নকশা বাস্তবায়নে ইসকনের ব্যানারে সভা-সমাবেশের নামে সন্ত্রাস করছে। গতকাল রংপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় ইসকন ও পূজা উদযাপন পরিষদের নেতার তীব্র বিতর্ক হয়। বৈঠকে অংশ নেয়া হিন্দু নেতারা ইসকন নেতার বক্তব্যের প্রতিবাদ করেন। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে দুপক্ষের নেতাদের মধ্যে তুমুল বাকবিতÐা ও হইচইয়ের ঘটনা ঘটে। পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা সাধারণ সম্পাদক রাম জীবন বলেছেন, ‘রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ইসকন সংখ্যালঘু নির্যাতনের মিথ্য তথ্য প্রচার করছে। আর ইসকনকে আমরা হিন্দু স¤প্রদায়ের প্রতিনিধি মনে করি না।

শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটে যায়। অতপর ভারতের নীল-নকশা অনুযায়ী বাংলাদেশ সনাতনী জাগরণ জোট গঠন করা হয়। সংগঠনটি দিল্লির অ্যাজেন্ডা বাস্তবায়নে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে টানা আন্দোলনে নামে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি-জামায়াতপন্থী এক আইনজীবী নিহত হন। ওই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। গত ২৬ নভেম্বর সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ইসকনের আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে।’

ইসকন ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আদালতে ইসকন বন্ধের দাবিতে রিট করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি করছে। হাসিনা পালানোর পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে নিয়ে গুজন সৃষ্টি এবং ফেক নিউজ প্রচার করলেও দেশটির অনেকেই এখন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদি এবং ইসকনের কঠোর সমালোচনা করছেন। সামজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের কয়েকজন সাংবাদিক, ইনটেইন ক্রিয়েটর বলেছেন, তারা ইসকনকে পছন্দ করেন না। নরেন্দ্র মোদি পরিকল্পিতভাবে ইসকনকে দিয়ে বাংলাদেশে সা¤প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। কলকাতার একজন সাংবাদিক লিখেছেন, বাংলাদেশে গত ১৫ বছর নানাভাবে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। এমনকি সাবেক পুলিশ প্রধান বেনজীরসহ আওয়ামী লীগের অনেকেই হিন্দুদের জমি দখল করে নিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, কুমিল্লা, চাঁদপুরসহ অনেক এলাকায় হিন্দুদের মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে। তখন ইসকন কোনো প্রতিবাদ করেনি। হাসিনা পালানোর পর আওয়ামী লীগের হিন্দু নেতাদের ওপর হামলার পর মুসলমানরা নিজেরাই মন্দির পাহারা দিয়েছে। অথচ ইসকন এখন সংখ্যালঘু নির্যাতনে মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা ভারতের হিন্দুরা ইসকন সমর্থন করি না। আওয়ামী লীগ পালানোর পর হঠাৎ করে কেন বাংলাদেশ সনাতনী জাগরণ জোট গঠন করতে হলো? কেন ইসকন সারা দেশে সমাবেশ করছেÑ তাতেই প্রমাণ হয়, ইসকন হাসিনার নির্দেশে এসব করছে।।

গতকাল রংপুরের পুলিশ সুপারের আহŸানে তার কার্যালয়ে মতবিনিময় সভায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতারা সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করেন। ইসকন-সমর্থক দুই নেতা আওয়ামী লীগ-বিএনপি দুই দলই সংখ্যালঘুদের ব্যবহার করে বলে অভিযোগ করে বলেন, ‘এখনো সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে’। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন পূজা উদযাপন পরিষদ আর হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা। তারা বলেন, ইসকন সব হিন্দু ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব করে না। ইসকন যা বলছে সবই মিথ্যা এবং আওয়ামী লীগের সাজানো কথাবার্তা। রংপুরে কখনো সা¤প্রদায়িক দাঙ্গা হয়নি; এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে অভ্যস্ত। এ সময়ে পাল্টাপাল্টি বক্তব্যে দুপক্ষের নেতাদের মধ্যে তুমুল বাকবিতÐা ও হইচইয়ের ঘটনা ঘটে। হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতা বলেন, আমরা ইসকনকে সমর্থন করি না। ইসকন হিন্দু ধর্মাবলম্বীদের কোনো প্রতিনিধিত্বশীল সংগঠন নয়। ইসকন আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করলে তা প্রতিহত করা হবে। পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা সাধারণ সম্পাদক রাম জীবন বলেন, ‘রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।’ ইসকনকে আমরা হিন্দু স¤প্রদায়ের প্রতিনিধি মনে করি না।

এদিকে বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জাটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আটকের পর তার অনুসারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন বিষয়টি হাইকোর্টের নজরে আনেন। পরে উদ্ভ‚ত পরিস্থিতিতে রাষ্ট্রের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। এ সময় আদালত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের বক্তব্যও শোনেন। গতকাল রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে, আইনজীবী হত্যার ঘটনায় তিনটি মামলায় ৭১ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু চট্টগ্রাম না, এ ধরনের ঘটনার বিষয়ে সারা দেশে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালত ইসকন নিষিদ্ধ বা এ সংক্রান্ত বিষয়ে কোনো আদেশ দেননি। এর আগে গত ২৭ নভেম্বর ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মনিরুজ্জামান। গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন তিনি। মনিরুজ্জামান ইসকনকে নিষিদ্ধ চেয়ে স্বতঃপ্রণোদিত আদেশ চাইলে আদালত তাকে বলেন, বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এ বিষয়ে তার দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ইসকন নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে বিতর্ক চলছে। হিন্দু ধর্মাবলম্বী নেটিজেনদের অনেকেই ইসকনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। কয়েকজন লিখেছেন, ইসকন সমগ্র হিন্দুদের সংগঠন নয়। সংগঠনের নেতারা যদি রাষ্ট্রবিরোধী কর্মকাÐ করে তাদের আইনের আওতায় বিচার করা হোক।

গতকাল বৃহস্পতিবার ইসকনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়ানোর ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে। চট্টগ্রামস্থ পুÐরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ-পদবিসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। তার দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়।

সূত্র: দৈনিক ইনকিলাব 

No comments:

Post a Comment

এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক: প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮: ২৭ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে ২০০৯ ...