বিডিসি ক্রাইম নিউজ২৪:
পুলিশের SI ও ASP নিয়োগের বিশেষ একটি তথ্য হাতে এসেছে।
সূত্রটি বলছে, বিগত আওয়ামী সরকারের আমলে ৮০৩ জন Sub-Inspector নিয়োগ দেয়া হয়েছে যাদের পাসিং আউট হবে এই মাসের (অক্টোবর) ৩১ তারিখে। এই ৮০৩ জনের মধ্যে ২০০ জন হিন্দু, ২০০ জন গোপালগঞ্জের ও বাকি ৪০৩ জন সারা বাংলাদেশের ছাত্রলীগের ক্যাডার।
সূত্রটি আরও বলছে, আওয়ামী সরকারের আমলে ৬৮ জন ASP নিয়োগ দেয়া হয়েছে যাদের পাসিং আউট ২০ অক্টোবর ২০২৪ তারিখে। এরা সবাই ছাত্রলীগের ক্যাডার।
এমনিতেই বর্তমান সরকার গঠিত হওয়ার পর অদৃশ্য এক শক্তিতে পুলিশ বিভাগে আওয়ামী অফিসারদের পুনর্বাসন করা হচ্ছে। এরমধ্যে যদি আওয়ামী এই সব অফিসার পাসিং আউট হয়ে বিভিন্ন জায়গায় পোস্টিং পায় তাহলে দেশের কী অবস্থা হবে একবার ভেবে দেখুন।
এখন আদালত পাড়ায় আওয়ামী আইনজীবীগণ বিক্ষোভ করছে, বিভিন্ন ইস্যু নিয়ে ছাত্রলীগ মিছিল করছে, এভাবে তাদের শক্তির আত্মপ্রকাশ ঘটাচ্ছে। অথচ প্রশাসন নির্বিকার।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, পাসিং আউট হওয়ার অপেক্ষমান তালিকাভুক্ত SI ও ASP দের স্থায়ী ও বর্তমান ঠিকানায় ভেরিফিকেশন করে নিশ্চিত হতে হবে যে, আদৌ তারা আওয়ামী কর্তৃক নিয়োগ প্রাপ্ত কিনা।
No comments:
Post a Comment