Tuesday, October 15, 2024

ঢাকা মহানগর রমনা বিভাগের ডিসি মোঃ সারোয়ার জাহানকে ক্লোজ করায় তার এক ব্যাচমেট এর প্রতিক্রিয়া।

বিডিসি ক্রাইম নিউজ২৪:

ঢাকা মহানগর রমনা বিভাগের ডিসি মোঃ সারোয়ার জাহানকে ক্লোজ করায় তার এক ব্যাচমেট এর প্রতিক্রিয়া:

তিনি বলেন, আমাদের ব্যচমেইট জাস্ট বলেছিল গত ৫ই আগস্ট পুলিশের উপর হামলা ও হত্যার ঘটনায় অবশ্যই আইনী ব্যবস্থা নেয়া হবে আর এর জন্যই কি তাকে ক্লোজ করা হলো। অথচ যারা আসামি হিসাবে ছাত্রদের আটক করলো, জবানবন্দি নিলো তারা এখনো বহাল তবিয়তে জেলার পুলিশ সুপার হিসাবে বসে আছেন। 

তিনি দাবী করে বলেন, আমাদের ব্যচমেইটকে পুনরায় পদে ফিরিয়ে আনা হোক। ঐ সব জেলার এস পিকে উইথড্র করা হোক। আমাদের ব্যচমেইট শুধু বলেছেন, কিন্তু কাউকে আটক করে নাই। আর জেলার পুলিশ সুপার দুজন তো আটকই করেছেন।

বিচার করা হলে ঢাকা জেলা , নোয়াখালী জেলা আর মুন্সিগঞ্জ জেলার এস পির বিচার করা হোক। আমাদের ব্যচমেইট অল্প পাপে বেশি শাস্তি পেয়েছে।

বিডিসির পক্ষ থেকেও দাবী যে, ৫ই আগস্ট পুলিশের উপর হামলা ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে যেসব পুলিশ ছাত্রদের আটক করে জেলে নিয়েছে তাদেরকে চাকরিচ্যুতসহ শাস্তির আওতায় আনা হোক। তাদের এহেন ঘটনায় ছাত্র জনতাকে উপেক্ষিত করা হয়েছে, অবহেলিত করা হয়েছে, শহীদদের অপমানিত করা হয়েছে এবং সরকারের উদ্দেশ্যকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে।

No comments:

Post a Comment

এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক: প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮: ২৭ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে ২০০৯ ...