Tuesday, October 22, 2024

অব্যাহতি প্রাপ্তদের চাকরি ফেরত দেয়ার প্রতিশ্রুতি।

বিডিসি ক্রাইম নিউজ২৪:

অব্যাহতি প্রাপ্তদের চাকরি ফেরত দেয়ার প্রতিশ্রুতি :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন অব্যাহতি প্রাপ্ত ২৫২ জন্ এসআই ও ৬২ জন এএসপিকে ২০ বছর পর চাকরি ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন। অথচ আওয়ামীলীগ আমলে চাকরিচ্যুত কেউ এখনো চাকরি ফেরত পেলো না। তাদের মোটিভ এর এই সরকারের মোটিভ কতো তফাৎ। 

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ১৭ অক্টোবর তাদের ছুটিতে পাঠানো হয়।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট করেছেন।

আশরাফুল আলম খোকন লেখেন, ‘বছর মেয়াদী ট্রেনিং শেষে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে চূড়ান্তভাবে নিয়োগের ঠিক আগে পুলিশের ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ঠিক একই কায়দায় বিসিএস ক্যাডারের ৬২ জন এএসপিকে অব্যাহতি দেওয়া হয়। নিশ্চিত থাকেন, ২০ বছর পর হলেও ওনারা এতদিনের সকল বেতন-ভাতা এবং পদোন্নতিসহ চাকুরী ফেরত পাবেন। আগের ইতিহাস তাই বলে। কারণ, তাদের সঙ্গে সম্পূর্ণ বৈষম্য এবং প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে। এই অমানবিক কাজগুলো করার আগে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা উচিত ছিল।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আশরাফুল আলম খোকন লেখেন, ‘যা করছেন, এসব পাপ, পাপের প্রায়শ্চিত্ত অবধারিত। এইসব অমানবিক কাজ না করে চাল, ডাল, তেল, লবন, চিনি, ডিম, কাঁচা মরিচের দাম কমিয়ে যোগ্যতা দেখান।’

এর আগে অব্যাহতি পাওয়া পুলিশ সদস্যদের প্রসঙ্গে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মাসুদুর রহমান ভুঞা জানান, ৮২৩ জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন। এর মধ্যে শৃঙ্খলাজনিত কারণে ২৫২ প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের ট্রেনিং শুরু হয়েছিল গত ১১ নভেম্বর এবং শেষ হওয়ার কথা ছিল আগামী ৪ নভেম্বর। তবে বেশি সংখ্যক হওয়ার কারণে অব্যাহতিতে একটু সময় লাগছে।

তবে অব্যাহতিতে রাজনৈতিক কোনো কারণ নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শৃঙ্খলা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। অপরাধী ও আন্দোলন সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হতে পারে।’

No comments:

Post a Comment

হাজার কোটি টাকার সম্পত্তি লুটে খাচ্ছে আ.লীগের লোকেরা। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 হাজার কোটি টাকার সম্পত্তি লুটে খাচ্ছে আ.লীগের লোকেরা: প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৩: ১৮ দেশের ওয়াক্‌ফ এস্টেটগুলোর সম্পত্তি দখল...