বিডিসি ক্রাইম নিউজ২৪:
ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি করার নির্দেশদাতা কে এই আমির খসরু...
ছবিতে দেখা যাচ্ছে এক দারোগা প্রকাশ্যে রাইফেল উঁচিয়ে গুলি ছুঁড়ছে।
ঠিক তার পিছনে পুলিশের পোশাক পরিহিত যিনি তার নাম আমির খসরু মাহমুদ (২৮তম বিসিএস)।
তিনি সেই সময় নারায়ণগঞ্জে এডিশনাল এসপি হিসেবে দায়িত্বরত থেকে ছাত্র জনতার উপর
গুলি করার নির্দেশ দেন।
আমির খসরু
মাহমুদ (২৮তম বিসিএস) ইতিপূর্বে এএসপি গোপালপুর সার্কেল, টাংগাইল জেলায় কর্মরত
ছিলেন। এরপর তিনি এডিশনাল এসপি হিসেবে নারায়ণগঞ্জ জেলায় বদলি হয়ে আসেন। আমির খসরু
মাহমুদ (২৮তম বিসিএস) শেখ হাসিনার একজন আস্থাভাজন ব্যক্তি। তিনি ছাত্র জীবনে ঢাকা
ইউনিভার্সিটিতে অধ্যায়নকালে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।
জ্বলন্ত
প্রমান থাকা সত্ত্বেও এই আমির খসরু মাহমুদ (২৮তম বিসিএস) কে ডিএমপিতে ডিসি হিসেবে
নিয়োগ দেয়া হয়েছে। তিনি এখন একজন ডিএমপিতে প্রভাবশালী অফিসার।
অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম একজন খুনি অফিসারকে তার ব্যাকগ্রাউন্ড চেক না করেই কিভাবে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলো। অবিলম্বে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য BDC-র পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।
No comments:
Post a Comment