Thursday, November 7, 2024

২৭তম বিসিএস : বঞ্চিত ১১৩৭ জনের রিভিউ শুনবে আপিল বিভাগ।

BDC CRIME NEWS24

২৭তম বিসিএস : বঞ্চিত ১১৩৭ জনের রিভিউ শুনবে আপিল বিভাগঃ

প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৪ ১০:১৮

 


২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের রায়ের বিরুদ্ধে বঞ্চিত ১১৩৭ জনের রিভিউ আবেদন শুনবে আপিল বিভাগ। আগামী ৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হবে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩৫৬৭ জন উত্তীর্ণ হন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে।

ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেয়া হয়।

একই বছরের ৩ জুলাই হাইকোর্টের রিটের পর ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। অন্যদিকে হাইকোর্টের আরেকটি বেঞ্চ ২০০৯ সালের ১১ নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন।

২০১০ সালের ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। অন্যদিকে দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন (লিভ টু আপিল) কতিপয় পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছে আদালত।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

No comments:

Post a Comment

এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক: প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮: ২৭ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে ২০০৯ ...