বিডিসি ক্রাইম নিউজ২৪:
বিডিসি এর ২৩তম দফা দ্রুত বাস্তবায়ন করা হোক.....
চাকরি ফেরত চান সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত ৩০০ সদস্য:
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪
বিগত আওয়ামী লীগ শাসনামলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) সদস্যদের চাকরিতে বহাল করাসহ তিন দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার (১১ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর প্রতিনিধির কাছে এ স্মারকলিপি জমা দেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’।
তাঁদের দাবিগুলো হলো, চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সব ধরনের সুযোগ-সুবিধা এবং বেতন–ভাতাসহ চাকরি পুনর্বহাল; যদি কোনো সশস্ত্র বাহিনীর চাকরি পুনর্বহাল সম্ভব না হয় সে ক্ষেত্রে সরকারি সব সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে; যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই আইন কাঠামোর সংস্কার করতে হবে।
সহযোদ্ধার প্রধান সমন্বয়ক সাবেক সেনাসদস্য নাইমুল ইসলাম বলেন, ‘সশস্ত্র বাহিনীর প্রায় ৩০০ সদস্যকে বিগত সরকার অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে।
সেই কারণে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই আমাদের যৌক্তিক এই দাবিগুলো মেনে নেওয়া হোক।’
Bangladesh Development Committee (BDC) ইতোমধ্যে ৫১ দফা দাবী বাস্তবায়নের জন্যে LinkedIn, Facebook, Telegram সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছে। এই ৫১ দফা দাবীর মধ্যে ২৩তম দফা হচ্ছে, "আওয়ামী দু:শাসনামলে যাদেরকে মিথ্যে অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে"।
মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইতোমধ্যে শত শত চাকরি ফেরত পাওয়া সংক্রান্ত দরখাস্ত জমা দেয়া হয়েছে। তবে এসব নিয়ে কাজ করা হচ্ছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জোড় দাবী জানাচ্ছি, আওয়ামী দু:শাসনামলে যাদেরকে মিথ্যে অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে দ্রুত পুনর্বহাল করতে আদেশ জারি করা হোক।
BDC এর লক্ষ্য উদ্দেশ্য ও ৫১ দফা দাবী জানতে এখানে ক্লিক করুন।
https://bdccrimenews24.blogspot.com/2024/10/blog-post_22.html
No comments:
Post a Comment