Friday, October 18, 2024

আওয়ামী লীগ নেতা ‘বিড়ি লিটনের’ বাসায় মিললো সাড়ে ৩ কোটি সিগারেট স্ট্যাম্প।

আওয়ামী লীগ নেতা ‘বিড়ি লিটনের’ বাসায় মিললো সাড়ে ৩ কোটি সিগারেট স্ট্যাম্প:

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৩০

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রমনা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেছে কাস্টমস কাস্টমস গোয়েন্দা এবং কাস্টমস ভ্যাটের একটি টিম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আবাসিকের আল ফরিদ ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় আবাসিক বাসাটি থেকে ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার পিস সিগারেট স্ট্যাম্প, ১৪৮টি সাদা বড় রোল, ৪২৫টি সাদা ছোট রোল, ১২৬টি কালো বড় রোল ও ১ হাজার ৩৭টি কালো ছোট রোল জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাসাটির মালিক চট্টগ্রাম সিটি কর্পো‌রেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুস সবুর লিটন এবং তার ভাই আব্দুল মান্নান খোকন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের যোগসাজশে বিদেশ থেকে অবৈধ ব্যান্ডরোল আমদানির কারণে আলোচিত লিটন।

বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোসহ কয়েকটি সিগারেট কারখানার মালিক তিনি। এসব কারখানায় প্রস্তুতকৃত সিগারেটে নকল ব্যান্ডরোল লাগানো হত। ভ্যাট গোয়েন্দা একটি টিম তদন্ত করে এসবের সত্যতা পেয়েছিলেন কয়েকবছর আগেই। তবে নওফেলের প্রভাবের কারণে শেষমেষ লিটন ওরফে ‘বিড়ি লিটনের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি এনবিআর।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোছা. আয়শা সিদ্দিকা বলেন, সিগারেট তৈরির কাঁচামাল আমদানি ও এসবের আইনবহির্ভূত ব্যবহার এবং নকল সিগারেট উৎপাদনসহ এ খাতে বিদ্যমান অনিয়ম চিহ্নিত করতে ও নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ করতে এনবিআর একটি কমিটি গঠন করে। এ কমিটি রাজস্ব ফাঁকিসহ সিগারেট খাতে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক

No comments:

Post a Comment

এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 এনএসআইয়ে ‘র’ নেটওয়ার্ক: প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮: ২৭ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে ২০০৯ ...